1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনগণের টাকাগুলো পকেটে ঢুকিয়েছে আর বিদেশে পাচার করেছে : আফরোজা খান রিতা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৪২৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনগণের টাকাগুলো তাদের পকেটে ঢুকিয়েছে আর বিদেশে পাচার করেছে। আমি যতগুলো মন্দিরে গিয়েছি, সব মন্দিরেই বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরে দাবি দাওয়া করেছেন। আমার একটা প্রশ্ন ১৫ বছর ধরে তাহলে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার কি করল? তারা টাকা গুলো পকেটে ঢুকিয়েছে আর বিদেশে পাচার করেছে। তারা শুধু ব্যাংক খালি করেছে।

১২ অক্টোবর (শনিবার) শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরের বলড়া, কান্ঠাপাড়া, বয়ড়া, নীমতলা, লেছড়গঞ্জ, আন্ধারমানিক, যাত্রপুর ও ঝিটকা সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন-কালে আলোচনা সভায় তিনি
এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের ১৮ কোটি ানুর ৃদয়ের স্পন্দন, বাংলাদেশের একমাত্র মুখপাত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। তিনিই আমাদের বলেছেন যার যার এলাকায় গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করবে এবং আমাদের ভাই বোনদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, ঠিক মতো পূজা পালন করছে কিনা এটা দেখার দায়িত্ব দিয়েছেন। এ জন্যই গত দুদিন ধরে মানিকগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে আমরা ঘুরছি। আওয়ামী সরকার আপনাদের সংখ্যালঘু বলে জনগণের কাছ থেকে আলাদা করে রেখেছিল। বিচ্ছিন্ন করে রেখেছিল। তার একটাই কথা ধর্ম যার যার বাংলাদেশ সবার। তার এই বিখ্যাত স্লোগান, প্রশংসিত স্লোগান আমাদের ধরে রাখতে হবে।

দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন; দেশ ও জনগনের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের ৫ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury