আমার নিউজ ডেস্ক,
গুঞ্জনটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো। অবশেষে সেটাই সত্যি হলো। বরখাস্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কান এই কোচের সঙ্গে মেয়াদ পূর্ণের আগেই সম্পর্ক ছিন্ন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিসিবিতে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। লঙ্কান এই কোচের বিদায়ের সঙ্গে নতুন কোচের নামও ঘোষণা করেছে বিসিবি।
নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের সামলানোর দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও কোচ ফিল সিমন্স। আপাতত ১০০ দিনের জনত্বর্তীকালীন কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে বিসিবি। তার অধীনেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিবে বাংলাদেশ।
বিসিবি সভাপতি জানিয়েছেন, বিশ্বকাপে জাতীয় দলের এক ক্রিকেটারকে লাঞ্ছিত করার অপরাধেই বরখাস্ত করা হচ্ছে হাথুরুসিংহেকে। তবে সেই ক্রিকেটারের নাম বলেননি ফারুক।
হাথুরুসিংহের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির। এটা ছিল বাংলাদেশ ক্রিকেটে তার দ্বিতীয় অধ্যায়। এর আগেও একবার বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন এই লঙ্কান কোচ।
প্রথমবার বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। সেবার হাথুরুসিংহে নিজেই কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে তিনি ই–মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি সিরিজের আগে তাকে ছাটাই করতে যাচ্ছে বিসিবি।
দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহের অধীনে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি–টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে হারজিতের পরিসংখ্যান সমানে সমান। ৫টি জয়ের বিপরীতে ৫ পরাজয়। ওয়ানডেতে ৩৫ ম্যাচে ১৩টি জয়ের বিপরীতে হার দেখতে হয়েছে ১৯টি ম্যাচে, ৩ ম্যাচে ফল হয়নি। টি–টোয়েন্টিতে ৩৫ ম্যাচের ১৯টি জয়, হার ১৫টি, একটিতে ফল হয়নি।