স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, প্রফেসর ইন্তাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সদস্য-সচিব শাহানুর ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য- প্রফেসর উর্মিলা রায়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাবুল উদ্দিন খান, ক্যাবের জেলা শাখা ধারণ সম্পাদক এবিএ ুন্বী তুলিপ, কলেজ শিক্ষক রুহুল জামাল সুজন, নাজ আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে নিজের ঘর থেকেই শুরু করতে হবে। সমাজের নানা শ্রেণী পেশার মানুষের মাঝে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে এবং সকলকে সোচ্চার হতে হবে।