স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বালিয়াখোড়া ইউনিয়নে পুরানগ্রাম বটতলা জামে মসজিদের মাইকের সেট চুরি যাওয়ায় তা জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে ব্যক্তিগত পক্ষ থেকে সেখানে একটি সেট উপহার পাঠান ড. মানোয়ার হোসেন মোল্লা।
আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বালিয়াখোড়া ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা মো. লুৎফর রহমানের মাধ্যমে এ উপহার তুলে দেন তিনি।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে যোহরের আজান দেওয়ার সময় মুয়াজ্জিন মসজিদে গিয়ে দেখে মাইকের সেট চুরি হয়ে গেছে। পরের দিন শুক্রবার জেলা প্রশাসক জুমআর নামাজ পড়তে গেলে ইমাম সাহেবের বক্তব্যে তিনি অবগত হলে একটি সেট উপহার দেয়ার আশ্বাস দেন। পরে লুৎফর রহমান মাইক সেটটি মসজিদের ইমামের উপস্থিতি ি সানীয় মু্লীদের কাছে তুলে দেন।
স্থানীয় মুসল্লী আবু উবায়দুল্লাহ বলেন, আমাদের মসজিদ থেকে গত দুইদিন আগে আমাদের সেট চুরি হয়ে যাওয়ার পরে আমাদের মাননীয় ডিসি সাহেব নতুন একটি সেট উপহার দিয়েছেন। এলাকা বাসীর পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই। আল্লাহ পাক যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন।
মসজিদের ইমাম আলামিন খান বলেন, আমাদের গতকালকে জুমআর নামাজে ডিসি সাহেব আসছিল । আমাদের মসজিদে পূর্বে যে সেটটি ছিল সেটা চুরি হয়ে গেছে। পরে ডিসি সাহেবকে জানানো হয়েছে জুমআর আগে। তো ডিসি বলছিল যে আমি একটি সেটের ব্যবস্থা করে দিব। গতকালকে বইলা গেছিল আলহামদুলিল্লাহ আজকে আমরা সেটটি হাতে পাইছি। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। স্যারের জন্য আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ।
এবিষয়ে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ইমাম সাহেবের বয়ানে জানতে পেরে একটি সেট ওই গ্রামের মানুষের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপহার পাঠাইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সেবক হয়ে মানুষের পাশে দাড়াতে পারি।