স্টাফ রির্পোটার:
মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার গণঅধিকার পরিষদের আহবায়ক এ্যাড. আমিনুল ইসলাম।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় মেলার মাঠে সংক্ষিপ্ত সভা ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়।
ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী ও গণঅধিকার পরিষদের আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া,জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসান আলী, যুগ্ন আহবায়ক, মো. ফারুক হোসেন, ইব্রাহিম খলিল, যুগ্ন সদস্য সচিব আশরাফ উদ্দিন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মামুন শেখ, সহ-সভাপতি মাজহারুল ইসলাম নাইম, সহ-সাধারন সম্পাদক, আশরাফ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি বিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, যুগ্ন সাধারন সম্পাদক রতন মিয়া প্রমুখ।