সাটুরিয়া থেকে, পার্থ কর্মকার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাটুরিয়া উপজেলা যুবদল। প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে ।
সাটুরিয়া উপজেলা যুবদলের আয়োজনে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিনা মূল্যে ব্যবস্থা পত্র প্রদান, ঔষধ বিতরণ ও ডায়াবেটিক পরীক্ষাকরা হয়।
মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন।
উপজেলা যুবদলের আহবায়ক মো. আমীর হামজার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, আক্তারুজ্জামান রুকন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রা, াংক সম্পাদক ো. শাহীন জাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক মো. মহসিন উজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমান, সাটুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বকুল, অ্যাডভোকেট মেহেদি হাসান বাদল, মেহিদ হাসান আরিফ, উজ্জল তালুকদার জুয়েল, আব্দুর রশিদ, বশির, সফিক, অমিত হাসানসহ যুবদলের ৯টি ইউনিয়নের নের্তবৃন্দগণ।
ব্যবস্থাপত্র প্রদান করেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সারজিন ইসলাম, সাটুরিয়া বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা. এস. এম. নাজমুল বাশার।