স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামকে ( টিন সালাম) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের ইনচার্জ আব্দুল হাই তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পোড়রা এলাকার আশা টাওয়ারের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় জেলা বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ পৌর শাখার আহবায়ক ও মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী এ্যাড. মোঃ মুরাদ হোসেন মানিকগঞ্জ সদর থানায় ৯১জনের নাম উল এং ১৫০ জ জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের ইনচার্জ আব্দুল হাই তালুকদার জানান, মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিকান্ডের ঘটনায় দায়ের কারা মামলায় আব্দুস সালাম এজাহারভুক্ত ৭২ নম্বর আসামী ছিলেন। তাকে সদর থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হয়েছে।
এ মামলায় আসামী রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক,জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ২৪১ জন ।