স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত গ্রান্ড সামার ওপেন র্যাংকিং (অনূর্ধ্ব-১৯) জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়ে রানার্সআপ হয়েছে মুন্নু মেডিকেল কলেজ টিম ।
গত ২৩ থেকে ২৬ অক্টোবর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন টুর্নামেন্টে পাঁচটি ক্যাটাগরিতে অংশ নিয়ে চারটিতেই রানার্সআপ হয় কলেজটি এবং একটিতে রানার্রআপ হয় বিকেএসপি। প্রতিযোগিতা সবগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়াবিদগণ প্রথম স্থান অর্জন করেন।
প্রতিযোগীতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিকেএসপি, বাংলাদেশ পুলিশ, ও বিভিন্ন জেলার ক্রীড়া সংস্থা এবং ব্যাডমিন্টন একাডেমিসহ সারা বাংলাদেশের মোট ১০৫টি দলের ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এর মধ্যে মানিকগঞ্জের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মুন্নু মেডিকেল কলেজ ও মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের দুটি দলে ২৯ জন খেলোয়ার অংশগ্রহণ করলে তাদের মধ্যে মুন্নু মেডিকেল কলেজের বালিকা এককে যারীন ইকবাল মোহনা, বালক দ্বৈত বিশাল শর্মা ও হিমাংশু সিংহ, বালিকা দ্বৈত এস কে পৃথা ও ম্যাথেমা মাধুর্য্য বিশ্বাস, মিশ্র দ্বৈত মো. মেফতাহুল জান্নাত ও এস কে পৃথা রানার্সআপের পুরস্কার অর্জন করেন।
গত ২৬ অক্টোবর প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সার্চ কমিটির সভাপতি জোবায়দুর রহমান রানা, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সহ- সাধারন সম্পাদক দিদারুল আলম, সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মোস্তফা মোহাম্মদ জাবেদ, শাপলা আক্তার, রাসেল কবীর সুমন, সাবেক জাতীয় জুনিয়র রানার্সআপ রাইসুল আলম খান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মুন্নু মেডিকেল কলেজ টিম ম্যানেজার মো. রেজাউল হাসান পারভেজ বলেন, ব্যাডমিন্টন টুর্নামেন্টে আমরা প্রথমবারের মত অংশগ্রহন করি এবং প্রথমবারেই আমরা সফলতার মুখ দেখেছি। আমি আমার কলেজের পক্ষ থেকে ও আমাদের মাননীয় চেয়ারম্যান আফরোজা খানম রিতা ম্যাডামের পক্ষ থেকে আমাদের যারা খেলোয়ার বৃন্দ আছেন এই এসিভমেন্টের জন্য সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি।
বি় মুন্নু মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা: বোরহান উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত গ্রান্ড সামার ওপেন র্যাংকিং (অনূর্ধ্ব-১৯) জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহন করে পাঁচটি ইভেন্টের মধ্যে চারটিতে আমাদের টিম রানার্সআপ হয়। আমরা অভিনন্দন জানাই আমাদের খেলোয়ারদেরকে।
এবিষয়ে মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা: মো: আব্দুল করিম কলেন, আমাদের মুন্নু মেডিকেল কলেজে সব ধরনের খেলাধুলার সুযোগ সুবিধা রয়েছে। সেই কারণে সারা বছরই বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিসের অংশ হিসেবে বিভিন্ন ধরনের টুর্নামেন্টে গুলো আমাদের এখানে চলে এবং আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আফরোজা খানম ম্যাডাম এ ব্যাপারে আমাদের সবসময় উৎসাহ দেন। এতে আমরা খুবই খুসি এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে পেরে।
মুন্নু গ্রুপের চেয়ারম্যান ও মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা বলেন, আমাদের ক্যাম্পাসে সারা বছরই খেলাধুলা করার সুযোগ রয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় সফলতা। আমার পক্ষ থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহন কারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।