স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খেলাফত মজলিশের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের নায়েবে আমীর শায়খুল হাদিস আল্লামা আহমদ আলী কাসেমী।
শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা চত্ত্বরে সিংগাইর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিংগাইর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, যুগ্ন মহাসচিব মুহাম্মদ আব্দুল জলিল, সাংগঠনিক স্ক . মোহম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, নন্দিত ইসলামিক স্কলার শায়খ মুফতি আলী হাসান উসামা, মানিকগঞ্জ জেলা সভাপতি মাওলানা নূরুল ইসলাম ফরায়েজি, সেক্রেটারি মাওলানা শামসুল ইসলাম সহ অনেকে।
এসময় মানিকগঞ্জ জেলার সাবেক সেক্রেটারি মুফতি ইলিয়াস আহমদ, সহ-সভাপতি ড. জহির আহমদ খান , মাওলানা আশরাফ আলী, আব্দুল হান্নান দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বায়তুলমাল সম্পাদক প্রভাষক আব্দুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, যুব বিষয়ক সম্পাদক দেওয়ান তানজিল আহমেদ, উলামা বিষয়ক সম্পাদক মুহাদ্দিস আব্দুর রব সহ বিভিন্ন জেলা এবং শাখা দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রত্যেকটা অবৈধ কাজের সমর্থন দিয়ে যারা গত ১৫ বছরের সুবিধা ভোগী ছিল আবার জাতীয় পার্টির লেবাসে তাদের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। সবাই মনে রাখবেন ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। এসময় শেখ হাসিনাকে ইঙ্গিত করে আরও বলেন, ষড়যন্ত্র করার জন্য তিনি পাশের দেশে বসে আছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে।
এসময় আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ (সিংগাইর ও হরিরামপুর) আসনের জন্য শেখ মুহাম্মদ সালাহ উদ্দিনের পক্ষে কাজ করা জন্য উপস্থিত সবাইকে আহবান জাান া