স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হিজুলী ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীগণ কর্মবিরতী পালন করছেন।
আজ বুধবার সকালে হাসপাতালটির পরিচালক ডাঃ হাসান মাহমুদ হাদী ও প্রশাসনিক কর্মকর্তা নাজনীন আকতারের অপসারনের দাবিতে এ কর্মবিরতী চলছে। এতে দূর দূরান্ত থেকে সেবা নিতে আসা রোগীরা পড়েছেন চরম বিপাকে।
জানা যায়, গত ৩১ অক্টোবর মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতিতে বহিরাগতদের দ্বারা ঘটিত অপ্রীতিকর ঘটনায় হাসপাতালটির কর্মচারীদের বিরুদ্ধে টাকা চুরি ও শ্লীলতাহানীর অভিযোগে মিথ্যা মামলায় আসামী করার প্রতিবাদে কর্মবিরতী পালন করছেন তারা।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুল মামুন হাসপাতালে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে মধা ে্টা করে।