স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ শিবালয়ে বরংগাইলে অবস্থিত আমেরিকান টোবাকো কোম্পানীর ওয়ার হাউজে ডাকাতির মামলার ঘটনায় ৩১ লক্ষ টাকার লুন্ঠিত সিগারেট উদ্ধার ও ১ জনকে আটক করেছে শিবালয় থানা পুলিশ। আটককৃত মোহাম্মদ আলী (৪২) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার আউটবাগ গ্রামের মৃত আছমত আলীর ছেলে।
গত মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ডবলমুরিং থানার মৌলভীপাড়া গ্রামের নিজামের বাড়ি থেকে তাকে গ্রফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বরংগাইলে রুমি ফিলিং স্টেশনের পূর্ব পাশে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর ডিস্ট্রিবিউটর অফিস গোডাউনে গত ২৯ অক্টোবর মধ্যরাতে অজ্ঞাতনামা ১০/১২জন আসামী মুখে মাস্ক পরিহিত অবস্থায় বিভিন্ন দেশয় ্নেয়াস্ত্রসহ ০১টি সাদা রংয়ের এবং অপরটি নীল-হলুদ রংয়ের মোট ০২টি পিকআপ গাড়ি রুমি ফিলিং স্টেশনে এসে দায়িত্বরত কর্মচারী এবং বাদীর অফিসের সিকিউরিটি গার্ডদের ওই বিল্ডিং এর সিড়ির নিচে বেধে রাখে। একপর্যায়ে দুষ্কৃতিকারীরা বড় কাটার মেশিন দিয়ে বাদীর অফিসের জানালার গ্রিল কেঁটে অফিসের ভিতরে প্রবেশ করে ভিতরে অবস্থানরত কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে গোডাউনের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সেখানে থাকা (ব্যানসন, গোল্ডলিপ, লাকিষ্ট্রাইক, ষ্টার, রয়েলস্, ডার্বি)সহ বিভিন্ন ব্রান্ডের মোট ৮৯ কেস সিগারেট, যার মূল্য-৬৬,৯৫,৯৬৩ টাকা সহ বিভিন্ন দেশী ও বিদেশী ব্রান্ডের ০৫ টি মোবাইল লুন্ঠন করে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী ২৯ অক্টোবর মামলা দায়ের করলে শিবালয় থানার তদন্তকারী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান মানিকগঞ্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকশ অভিযানিক টিম নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষন করে ও বিশ্বস্ত সোর্স নিয়োগ করে আসামীকে গ্রেফতার করে।
এ ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেফতার করা সহ মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।