নুসরাত জাহান, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :
মানিকগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর সেওতা এলাকায় দীর্ঘদিন বেদখল হয়ে থাকা রাস্তার জমি উদ্বার করে স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ও পৌর প্রশাসক সানজিদা জেসমীন। উদ্ধারের পরদিনই আবার বেদখল করে স্থানীয় এক প্রভাবশালী পরিবার। রাস্তা আটকে দেয়ায় চরম ভোগান্তিতে পরে ঐ এলাকার ১৫টি পরিবার।
এ ঘটনায় রবিবার (২ নভেম্বর) জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
এর আগে গত সোমবার (২১ অক্টোবর) দুপুরে স্থানীয় এলাকার লিটন মিয়ার আবেদনে তিনি সরেজমিনে দাড়িয়ে থেকে ও স্থানীয় লোকদের সহায়তায় উদ্বারকৃত রাস্তা জনসাধারনের চলাচলের জন্য খুলে দেয়।
্থানীয় ভুক্তভোগীরা জানায়, রাস্তা হওয়া মানেই একটা এলাকার উন্নয়ন হওয়া। আমাদের এলাকারও একটা প্রত্যাশা ছিল। তাই দীর্ঘদিন ধরে বেদখল হওয়া রাস্তাটি পৌর প্রশাসক এই রাস্তা বের করে দেয়ায় অনেকটা স্বস্থি ফিরছিলো ১৫ টি পরিবারে মাঝে। তবে রাস্তার জমি উদ্ধার করার পরের দিনই আবার বেদখল করে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মনিরুল হক মীম ও তার বাবা সাবেক যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রাফি অপুর প্রভাবশালী পরিবার। এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
এ বিয়য়ে অভিযুক্ত পরিবারের সদস্য দিপু জানান, যে যায়গা দিয়ে পৌর প্রশাসক রাস্তা বের করছে সেখানে আমাদের নিজস্ব জায়গা পড়েছে। হয়তো ২/৩ ফুট জায়গা আমরা বেশি দখল করে আছি এর বেশি নয়। স্থানীয়দের মাধ্যমে বসে এর সমস্যা সমাধান হতে পারে। আমাদের জায়গা বুঝিয়ে দিয়ে তারপর রাস্তা তৈরি করুক। আমরা নকশার বাইরে যাবো না বলে জানান তিনি।
মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ পরিচালক সানজিদা জেসমীন বলেন, স্থানীয় কয়েকটি পরিবার আমাদের কাছে একটা আবেদন করেছে যে রাস্তা বন্ধ করে অন্য আরেকজন বসতি স্থাপন করছে। এর আগে নোটিশ দিয়ে উভয় পক্ষকে জানিয়েছি। কিন্তু তাদের কাছ থেকে আমরা কোন রকম রেসপন্স পাইনি। সেই প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে বেদখল হওয়া রাস্তাটি উদ্ধার করা হয়। এর পরই জানা যায় আবার রাস্তাটি বেদখল করা য়েছে। জেলা প্রশাসক বরাব স্থানীয়রা আরেকটি অভিযোগ দিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ হলে রাস্তার জায়গাটি উদ্ধারে ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব শিঘ্রই রাস্তাটি উদ্ধার করে জনগনের জন্য উন্মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।