মাহবুব হাসান:
মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নতুন সরকারি কোঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারি পিপিদের মোট ৪৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
গত রবিবার (১০ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো পত্র থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তালিকায় জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কোঁসুলি (জিপি) হলেন মো. আব্দুল আওয়াল খান, পাবলিক প্রসিকিউটর (পিপি) হলেন, এ. এফ. এম. নূরতাজ আলম বাহার ও হুমায়ন কবির (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল)।
এছাড়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার করা হয়েছে মুহাম্মদ মাছুদুল হক মাসুদকে।
অপরদিকে জেলা ও দায়রা জজ আদালতের অন্যান্য অতিরিক্ত পাবলিক প্রসকিউটর হলেন, . মেজবাউ হক মেজবা, খোরশেদ আলম ভূইয়া জয়, সুভাষ চন্দ্র রাজবংশী, তোফাজ্জল হোসেন, মো. বুলবুল আহমেদ গোলাপ, মো. সালাহ্ উদ্দিন, মো. হুমায়ুন কবির, মো. সুজা উদ্দীন, মো, ইউনুস আলী শিকদার, ও শহিদুজ্জামান।
আর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটার করা হয়েছে মো. ইউনুস আলী, মোহাম্মদ শরিফুল হক রতন, মোহাম্মদ সোহরাব হোসেন, মো. সিকান্দার আলী খান, আবুল খায়ের মুহাম্মদ আতাউর রহমান, মো. সালেহ্ আকরাম, মো. শাহিনুর ইসলাম বিল্টু, মো. খালেক উজ্জামান, কামরন্নাহার সেতু, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ মতিয়ার রহমান জাকা, শেখ আসাদ, মো. মাইন উদ্দিন, মোহাম্মদ সেলিম হোসেন, মো. শরিফুল ইসলাম, মো. আঃ আলীম ভূঁইয়া, মো. লুৎফর রহমান, ফিরোজ আলম বাবু, আজিজুল হক অপু, বি,এম তাসকিন-উস-সালেহীন, এ কে এস কায়সার, আমিনুল ইসলাম, মো. শাজাহান মিয়া, মো. জামাল উদ্দিন, মোঃ শাহিনুর রহমান, ও এ,এইচ,এম মাহফুজকে।
এ বিষয়ে সদ্য নিয়োগ পাওয়া পিপি এাড: নুরতাজ আলম বাহার বলেন, আমরা এই অন্তর্র্বতীকালীন সরকারকে আমাদের এই নতুন দায়িত্ব দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই সরকার আমাদের যে সুযোগ দিয়েছে আমরা আইনঙ্গনে আমাদের দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তারা তারা সুষ্ঠ এবং শান্তিপূর্নভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে। সেই সাথে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর স ে আন্তরিক ধন্যবাদ।