স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে তৃতীয় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন জমজ সন্তানের জন্ম দিয়েছেন আছিয়া বেগম (৩০)।
গত রবিবার (১০ নভেম্বর) শহরের বাসস্ট্যান্ড ফিরোজা জেনারেল হাসপাতালে দুই ছেলে এক মেয়ের জন্ম দেন সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা গ্রামের বাসিন্দা আছিয়া বেগম। পূর্বেও দুটি সিজারের মাধ্যমে দুটি ছেলে বাচ্চাও হয়েছিল তার।
৪ মাস পূর্বে আল্ট্রাসনোগ্রাম করে ট্রিপলেটের কথা জানতে পেরে বেশ ভয় পেয়েছিলেন তিনি। পরে মানিকগঞ্জ ফিরোজা জেনারেল হাসপাতালে আসলে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমানের সেবার নিশ্চয়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়ে ভর্তি করে রোগির স্বজনরা।
পরে মানিকগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: ওসমান গনির মাধ্যমে সিজার অপারেশন সফল হয়। বর্তমানে মা ও বাচ্চারা ভাল আছেন বলে জানান হাসপালটির পরিচালক ওয়াহিদুর রহমান।
আছিয়ার স্বামী কৃষক খলিল মিয়া বলেন, এই হাসপাতালে আমার দুইটি ছেলে সন্তান ও একটি মেয়ে হয়েছে। তারা সবাই ভাল আছেন। এখানকার ডাক্তার নার্সরা সবাই ভাল, তারা আমাদের সহযোগিতা করছে। আমি গরিব মানুষ বাচ্চাদের ভালোভাবে লালন পালন করতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করি।
ফিরোজা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাথী সরকার বলেন, আমি এই আছিয়ার আল্ট্রাসনোগ্রাম করি। রোগীর আগে যেহুতু দুইটা বাবু আছে সিজার অপারেশনের মাধ্যমে হয়েছে। যেহুতু ওনার পেটে তিনটা বাচ্চা প্লাস হচ্ছে, আগে দুইটা সিজার আছে, তাই আমরা কাউন্সিলিং করে দিই এবং পরীক্ষা নিরিক্ষা সবই করে দেই। তারপরে রোগী আমাদের কাছে ব্যথা নিয়ে আসে। পরে আমরা সিজারিয়ান অপারেশন করি। এখন বাচ্চারা স্কেনো ইউনিটে নিবির পর্যবেক্ষনে আছে এবং ভালও আছে।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান বলেন, গত ১০ নভেম্বর আছিয়া নামের একজন রোগী আমাদের এখানে ভর্তি হয়।ভর্তি হওয়ার পরে আমি সুন্দর করে ম্যানেজমেন্ট করে দিয়ে অপারেশনের ব্যবস্থা করে দেই। মানিকগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ ওসমান গণি স্যারের মাধ্যমে অপারেশনটা সফল হয়। আর তিনটা বাচ্চা জন্ম গ্রহন করে। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, এখন বাচ্চা তিনটা ভাল আছে, মাও আল্লাহর রহমতে ভাল আছে। যেহেতু রোগীর পরিবারটি খুবই গরীব তাই হাসপাতালটির পক্ষ থেকে বিল কমিয়ে আগেও ছাড় দেওয়া হয়েছে, এবারও সর্বোচ্চ্য ছাড় দেওয়া হবে। এছাড়া আমাদের হাসপাতালটি সরকারি নিয়ম মেনে সকলের সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে।