স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে সম্পাদক পরিষদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মানিকগঞ্জ থেকে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদকদের নিয়ে গঠিত ‘সম্পাদক পরিষদ’ এর সাথে এ মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হাসান খান, সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন (টেলিগ্রাম), সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন (সবখবর), প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য সুরুয খান (কড়চা), প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম ছারোয়ার ছানু (সাপ্তাহিক মানিকগঞ্জ), পরিষদের সভাপতি মাহবুব জুয়েল (সময়ের সংবাদ), যুগ্ম সম্পাদক মো: আকরাম হোসেন (আমার নিউজ), সাংগঠনিক সম্পাদক খন্দকার সুজন হোসেন (তারুণ্যের কথা), দপ্তর সম্পাদক আকমল হোসেন (অগ্নিবিন্দু), প্রচার সম্পাদক এফ এম ফজলুল হক (পৃথিবী প্রতিদিন), সদস্য বাবুল আক্তার মঞ্জুর (দৈনিক নিউজ), জয়নাল আবেদীন বাবুল (আবাবিল), আকতার হোসেন মিলন (বাংলাদেশ নিশান) প্রমুখ।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা বেশি করে জেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম ও উন্নয়নমূলক সংবাদ প্রকাশ করবেন। পাশাপাশি আপনাদের পত্রিকার মাধ্যমে তুলে ধরবেন এই জেলার শিক্ষা, স্বাস্থ্য, লোকজ ও ঐহিত্যের সংবাদ। আপনাদের প্রকাশিত সংবাদের মাধ্যমেই আমরা একটি গাইড লাইন পাব। যার ফলশ্রুতিতে স্থানীয়দের জীবনমানের উন্নয়ন ঘটবে। সেই সাথে আপনাদের প্রকাশিত সংবাদ থেকে পাওয়া বিভিন্ন অনিয়মের ব্যাপারে আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারব।