স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটিএর ড্রেজিং মেশিনের পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) সকাল সাড়ে আটটায় বিআইডব্লিউটি এর ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে। এতে ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুনে শতাধিক ড্রেজিংয়ের ফ্লোটার পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিএর ওয়াচম্যান তোতা মিয়া বলেন, ‘লোকজনের চিৎকারে অফিস থেকে বের হয়ে পাইপে আগুন লেগেছে দেখতে পাই। এই পাইপগুলো ড্রেজিং এর কাজে ব্যবহারের জন্য অফিসের সামনে স্তুপ করে রাখা ছিল। এ সময় ২০ থেকে ২৫ প আগুন লাগে। আগুন সুত্রপাতের িষয়টি এখনো বুঝতে পারছি না।’
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে মোট তিন ইউনিট কাজ করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাতের বিষয় এখনো কিছু বোঝা যাচ্ছে না।