স্টাফ রিপোটার
“পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই” এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জ সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জের বরেণ্য ব্যাক্তিত্ব ভাষা শহীদ রফিক স্বরণে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে মানিকগঞ্জ কর্ণার উদ্ভোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
শনিবার সকালে শহরের বেউথা এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সহকারি পরিচালক শেখ রুবেলের সভাপতিত্বে ও সহকারি গ্রন্থাগারিক হালেমা মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক কাউসার ইবনে আসাদ, শহীদ রফিকের সহোদর বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম, প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বা, লেখক আজাহারুল ইসলা, মোশাররফ হোসেন ও ড. মহিউদ্দিন জাহাঙ্গীর প্রমুখ
প্রধান অতিথি শহীদ রফিক স্মরণে মানিকগঞ্জের কবি ও সাহিত্যিকদের প্রতি বই পাঠ, বিশেষ করে শিশুদের নিয়ে গবেষণা ও বই লিখতে আহবান করেন। আলোচকরা আলোকিত মানুষ গড়তে শহীদ রফিক ও একুশের চেতনা ধারণ করে যুক্তিবাদী বিজ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের আহবান জানান।