স্টাফ রিপোর্টার:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত “ঐতিহ্যের হাট”-এ মানিকগঞ্জ জেলা গৌরবময় তৃতীয় স্থান অর্জন করেছে। লোকসংগীতের সুর আর হাজারী গুড়ের ঐতিহ্যে ভরা এই সাফল্য মানিকগঞ্জের সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরেছে।
সোমবার (১৮ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. জহিরুল ইসলামের নেতৃত্বে মানিকগঞ্জের স্টল ছিল এক অনন্য আকর্ষণ। স্টলে স্থান পেয়েছিল খেজুরের রস, নিজামীর মিষ্টি, পলাশের পানতোয়া, রসমালাই, পিংকি আইসক্রিম, বিন্নি খইসহ আরও ১৭টি ঐতিহ্যবাহী খাবার ও পণ্য। এই ভিন্নধর্মী ও আকর্ষণ প্থাপনা দর্শক ও িচারকদের মুগ্ধ করে।
বিচারকগণ স্টল ঘুরে মানিকগঞ্জ জেলার সাজসজ্জা, উপস্থাপনা এবং ঐতিহ্যবাহী পণ্যের বৈচিত্র্যের প্রশংসা করেন। স্টেজ পারফরম্যান্সেও মানিকগঞ্জ জেলা নিজেদের সৃজনশীলতার স্বাক্ষর রাখে। এরই ধারাবাহিকতায় ৬৪ জেলার মধ্যে মানিকগঞ্জ তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানের শেষে ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপের বিভাগীয় প্রধান কামরুজ্জামান দিদার মানিকগঞ্জ জেলার শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
মানিকগঞ্জ জেলার এ সাফল্য প্রমাণ করে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও ঐতিহ্যের প্রতি সম্মানই সর্বোচ্চ অর্জনের মূল চাবিকাঠি।