স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম সৌদিআরব মানিকগঞ্জ জেলার সাধারন সম্পাদক কাজী নাজমুলের এক মাত্র সন্তান কাজী রিদওয়ান বিন নাজমুলের মুখে-ভাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা।
শুক্রবার বাদ জুমআ উপজেলার হাটিপাড়া ইউনিয়নে নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী নাজমুলে।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. আজাদ হোসেন খান, দপ্তর সম্পাদক এ্যাড. আরিফ হোসেন লিটন, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ যাদু, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ,জেলা যুবদলের সদস্য সচিব তহিনুর রহমান তুহিন,জেলা স্বেচ্ছাসেবক দলের হ মোঃ জিন্নাহ খান,সস্য সচিব রকিবুর রহমান রাকিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিবসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।