সাটুরিয়া থেকে পার্থ কর্মকার,
বাংলাদেশ জামায়েত ইসলামী ঢাকা উত্তর অঞ্চল সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি তাদের লক্ষগুলো পূরণ করা আমাদের দায়িত্ব।
শুক্রবার বাদ জুমা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত জুলাই- আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার ধামরাইয়ে পুলিশের গুলিতে নিহত দরগ্রামের কৃতি সন্তান শহীদ আফিকুল ইসলাম সা”দের রুহের মাগফেরাত কামনা মাফিলটি আোজন করে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও মসজিদ কমিটি।
অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন আরো বলেন , শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহর নিকট ৬ টি বিশেষ পুরস্কার রয়েছে তাদের জন্য ।
তিনি আরো বলেন, যে দাবিতে আন্দোলনে গিয়ে সাদ, সাইদ, মুগ্ধ, ইয়ামিন, আলিফরা জীবন দিলো আমাদের উচিৎ তাদের সেই দাবিগুলো পরিপূর্ণ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো । আমাদের এই সোনার দেশটাকে অবৈধভাবে ক্ষমতা ধরে রেখে যারা জাহান্নাম বানিয়ে ফেলেছিল বিদেশে বসেই তারা আবার দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে তাই সবাইকে সচেতন হওয়া জরুরী। খুনি হাসিনা আওয়ামী লীগের নামে রাজনৈতিক কর্মসূচি করতে না পেরে বিভিন্ন সময়ে বিভিন্নরূপে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করার চেষ্টা করবে, তার সর্বশেষ প্রচেষ্টা ইসকনের মাধ্যমে দেখা গিয়েছে, কিন্তু এ জাতি এবার সচেতন বিধায় কোন ষড়যন্ত্রের পা দেবে না।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন আরও বলেন, মানুষের হাতে ছিল হ্যান্ডকাব, পায়ে ছিল ডান্ডাবেরী, মুখে ছিল তালা, বুকে ছিল জ্বালা। মানুষ আয়না ঘরে ছিল বন্দী। ধরে নিয়ে ক্রস ফায়ারে হত্যা করা হতো। সেই সময় যারা বুকের তাজা রক্ত ঝড়িয়ে, জীবন দিয়ে বন্দীদের মুক্ত করেছে। তাঁদের লক্ষগুলো আমাদের পূরণ করা অন্যতম দায়িত্ব। সেই রক্ত ও জীবন দিয়ে বীর শহিদ আফিক (সাদ) যে ভূমিকা রেখে েছে তা আবু সাইদের মত শুধু সটুরিয়ার নয় বাংলাদেশের গর্ব।
সাটুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদের সভাপতিত্বে মসজিদ কমিটির সেক্রেটারি মোঃ লিয়াকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি ভিকু মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো: আবু বকর সিদ্দীক মোল্লা, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোঃ আবু সাঈদ, শহীদ সা’দের বাবা শফিকুল ইসলাম, ইমাম মাওলানা মোঃ লিয়াকত আলী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করে।