1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

মানিকগঞ্জে পদ্মায় ধরা পড়ল ৪৪ কেজির বাঘাইর, ৪৮ হাজারে বিক্রি

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে

হরিরামপুর প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় ৪৪ কেজি ওজনের একটি বাঘাইর মাছ জেলের জালে ধরা পড়েছে। পরে মাছটি ১১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় শিবালয় উপজেলার আরিচা আড়তে বিক্রি  হয়েছে।

রোববার দিবাগত ভোর রাত সাড়ে তিনটার দিকে হরিরামপুর  উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগর এর মাঝামাঝি  পদ্মা নদীতে জামালপুর জেলার  সরিষাবাড়ি উপজেলার আব্দুল মমিন মাঝির  জালে মাছটি ধরা পরে বলে জানা গেছে । আজ সোমবার   সকালে বিক্রয়ের জন্য মাছটি আরিচা আড়তে নিয়ে আসেন মমিন।

জেলে আব্দুল মমিন বলেন, ” আমিসহ জামালপুরের আদর আলী, সাজল ও আমির হামজা এই চারজন জেলে হরিরামপুর এরিয়ার পদ্মায় জাল ফেলি। ভোর  রাত সাড়ে তিনটার দিকে হরিরামপুর উপজেলার হড়িনা ঘাট থেকে আজিমনগর এরিয়ার পদ্মা নদী থেকে আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে।  মাছটি ভোরে আরিচা আড়তে নিয়ে আসি। পরে টাকা   বিক্রি করি”।

জেলে আদর আলী বলেন,  “মাছটি উপরে তোলার পর আমরা বেশ খুশি হয়েছি। বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভাল দাম পেলে আরো ভাল লাগে”।

আরিচা ঘাট আড়তদার মামুন মিয়া বলেন, রোববার সকালে মমিন নামের জেলে পদ্মা থেকে বড় একটি বাঘাইর মাছ ধরে আড়তে আরিচা আড়তে নিয়ে আসে। আমার পাশের খোলায় (আড়তের বসার জায়গা) মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।  এক পাইকার ঢাকায় নিয়ে গেছে।

হরিরামপুর  উপজেলা  মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম  বলেন, ”  হরিরামপুর পদ্মায় বড় মাছ ধরা বা বিক্রির বিষয়ে আমি অবগত নই”। মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে আগের মতো পানি থাকেনা। মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারনে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো নেই। তারপরও এখনো মাঝে মাঝে বড় বড় আইর, পাঙাশ,  বাঘাইর ধরা পড়ে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury