মোঃ হাসান শিকদার, বিশেষ প্রতিনিধি :
মানিকগঞ্জে নারী নির্যাতন দিবস উপলক্ষে ১৬ দিনব্যাপী নাটিকা প্রদর্শনীর উদ্ভোধনী পর্ব অনুষ্ঠিত হয়েছে ।
গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বর মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে (বিজয় মেলা মাঠ) সারাদিনব্যাপী নাটিকা প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)। সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত আশ্বাস প্রকল্পের আওতায় এবং ঢাকা আহসানিয়া মিশনের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন ঢাকার বিভাগীর কমিশনার জনাব শরফ উদ্দিন আহমেদ।
মানব পাচারের বিভিন্ন কারণের মধ্যে অন্যতম একটি কারন হচ্ছে নারীর প্রতি সহিংসতা। সহিংসতার শিকার নারীদের দুর্বল অবস্থাকে কাজে লাগিয়ে একদল স্বার্থমহল পাতে পাচারের ফাঁদ। মূলত এ বাস্তবতাকেই একটি ছোট নাটিকার মাধ্যমে সারাদিনব্যাপী দেখানো হয়।
এ প্রদর্শনীর উদ্দেশ্য ছিলো নারীর প্রতি সহিংসতা রোধে এবং মানব পাচার প্রতিরোধে জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা। অনুষ্ঠানের শুরুতে ঢাকা বিভাগীয় কমিশনার মানব পাচারের মত ভয়াবহ অপরাধ বন্ধের জন্য উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। প্রদর্শনীতে নাটিকা ছাড়াও রামরুর পক্ষ থেকে উপস্থাপন করা হয় নিরাপদ অভিবাসন সংক্রান্ত পুঁথিপাঠ।
১৬ দিনব্যাপী নাটিকা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোঃ বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আতিকুল মামুন, উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর অসিত ব্যানার্জী, রামরু-র মিডিয়া ও কমিউনিকেশন অফিসার ফাবিহা ইদ্রিস এবং রামরু-র প্রোগ্রাম অফিসার গোলাম রাব্বানী সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ।
এছাড়াও সারাদিনব্যাপী বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষের কলরবে মুখরিত ছিলো এ নাটিকা প্রদর্শনী প্রাঙ্গন।