1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

শহীদ জিয়া  ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা বিভাগের  খেলা মানিকগঞ্জে  অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

শহীদ জিয়া  ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা বিভাগের  খেলা মানিকগঞ্জ শহীদ মিরাজ -তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে । 

আজ শনিবার সকাল  সাড়ে ১০টায় ঢাকা বিভাগের দুটি দল “লাল” এবং “সবুজ” দলের মধ্যকার খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা রিতা।

খেলার উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় দিপু রায় চৌধুরী। এসময় অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাইদুল ইসলাম বাবুল, মুন্নু ফেব্রিক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম অর্ক, টুর্নামেন্টের আহবায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, সাবেক ক্রিকেটার মেহরাব  হোসেন অপি, মোরশেদ আলী খান সুমন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহসহ সাবেক বর্তমান ক্রিকেটার ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।

বাংলাদেশের ক্রিকেটকে সারা বিশ্বে পরিচিতি করে তোলার পিছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন অতিথিবৃন্দ।

ঢাকা বিভাগের আওতাধীন মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই চারটি জেলার সেরা খেলোয়াড়দের সমন্বয়ে ‘লাল দল’ ও ‘সবুজ দল’ নামে দুইটি দল গঠন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি রিতা বলেন, আমরা চেষ্টা করেছি খেলাটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় এবং ভবিষ্যতেও যেন খেলাধুলার পরিবেশ বজায় থাকে তার জন্য আমরা চেষ্টা করব।

টুর্নামেন্টের আহবায়ক রফিকুল ইসলাম বাবু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে ছিলেন। আমরা এই ক্রিকেটকে সামনে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই জন্য আমরা সকলে মিলে কাজ করব।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাইদুল ইসলাম বাবুল বলেন, জিয়া পরিবার শুধু বাংলাদেশের  খেলাধুলার উন্নয়নেরই নয় বাংলাদেশের সার্বিক উন্নয়নের মাইলফলক হিসেবে এই দেশের মানুষের সামনে বার বার সেটা প্রমাণিত হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury