স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ভাটবাউর বৃহত্তম কাঁচা পাকা মালের আড়তের ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে জিয়াদ উদ্দিন আহমেদ রকি ও সাধারন সম্পাদকে মো. শফিকুল ইসলাম ছিলকন নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) সদর উপজেলার ভাটবাউরে এই নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে একটানা ভোটগ্রহণ। বিকেলে ভোট গননা শেষে নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ হাসমত আলী খান এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ৯টি পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ার প্রতিকে ৭৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয় রকি। তার নিকটতম প্রতিদ্বন্দি মো. আছান কাজী ছাতা প্রতি নিয়ে পায় ৪৮ ভোট।
আর তালা প্রতিকে ৭০টি ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে জয়ী হয় মো. শফিকুল ইসলাম ছিলকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জনাব আলী কলস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করে ৫৩টি ভোট পায়।
এদিকে সহ-সভাপতি পদে উড়োজাহাজ প্রতিক নিয়ে ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো. সিরাজুল ইসলাম, যুগ্ন-সম্পাদক পদে মোড়গ প্রতিকে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো. জয়নাল আবেদীন ঝন্টু এবং কোষাধ্যক্ষ পদে মই প্রতিকে মো. লিটন মিয়া ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়।
এছাড়াও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে ৪টি পদের বিপরীতে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে ৪জন নির্বাচিত হয়েছে। এদের মধ্যে ঘুড়ি প্রতিক নিয়ে ৯৬ টি ভোট পায় মো. রিপন মিয়া, হাঁস প্রতিকে ৬২টি ভোট পেয়েছে আব্বাস উদ্দিন, হরিণ প্রতিকে ১০৩ টি ভোট পেয়েছে মো. রুবেল মিয়া ও ডাব প্রতিকে ৬৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো. তুহিন।
এসময় নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বি প্রার্থী ভোটের ফলাফল মেনে নেয় এবং একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ হাসমত আলী খান বলেন, নির্বাচনে প্রার্থীসহ সকলের অংশগ্রহনে ও সহযোগীতা করায় এমন একটি সুষ্ঠ সুন্দর এবং উৎসবমূখর পরিবেশে নির্বাচন করা সম্ভব হয়েছে।