স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে ১২ থেকে ১৮ ডিসেম্বর সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অভিবাসন বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
আজ বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) সকালে সমন্বিত সরকারি অফিস ভবনের ৯ম তলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইএমও এর সহকারী পরিচালক মনির উজ-জামান।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক মনির উজ- জামান, জনশক্তি জরীপ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ভূবন সাহা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে নাজনীন আরা, প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, এনপিআই এর পরিচালক মো. ফারুক হোসেন, দেওয়ান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরিচালক দেওয়ান তানজিল আহমেদ প্রমুখ।
এছাড়াও সরকারী দেবেন্দ্র কলেজে, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, সোনালী ব্যাংক, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা তথ্য অফিসের প্রতিনিধিরা ও সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের মধ্যে রামরু, ঢাকা আহসানিয়া, বিএনএসকে, ওকাপ, ব্র্যাকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এসময় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে সেবা প্রত্যাসীদের জন্য হেল্প ডেস্ক ও উদ্বোধন করেন প্রধান অতিথি।
সভায় আগামী ১৮ ডিসেম্বর আর্ন্তজাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রাঙ্গণে জব ফেয়ার/ মেলার আয়োজনের কথা থাকলেও পরে তা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজনের প্রস্তাব গৃহীত হয়।