স্টাফ রিপোর্টার:
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ শিল্পকলা একাডেমীতে আলোচনাসভা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী জাকির হোসেন ও জেলা বিএনপি’র সহ-সভাপতি আজাদ হোসেন খান।
জাসাস জেলা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন শিকদারের সভাপতিত্বে এবং সদস্য-সচিব শামীম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটির সদস্য ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য পায়েল খান প্রমুখ।