স্টাফ রিপোর্টার:
তিনদিনব্যাপী মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হলো সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ
শুক্রবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) পারভীন সুলতানা রাব্বি।
প্রশিক্ষণ শেষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা তার বক্তব্যে সাংবাদিকদের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘‘সাংবাদিকরা সমাজের রূপকার এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সঠিক তথ্য ও যথাযথ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তারা সমাজের উন্নতিতে অবদান রাখতে পারেন।’’
এছাড়া, পিআইবির পরিচালক পারভীন সুলতানা রাব্বি সাংবাদিকদের আরও কার্যকর ও পেশাদারী কাজের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং তাদের এই প্রশিক্ষণ পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে বলে আশা ব্যক্ত করেন।
প্রশিক্ষণে সাংবাদিকদের সংবাদ প্রতিবেদন তৈরির দক্ষতা উন্নয়ন ও বয়ান শৈলী সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে সংবাদ লেখার এবং রিপোর্ট তৈরির বিভিন্ন কৌশল, পেশাদারিত্ব, সঠিক তথ্য সংগ্রহের গুরুত্ব এবং বয়ানের প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।