স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক লাশ উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় নারাঙ্গাই ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিউটের (এনপিআই) সামনে ফুটপাতের খোলা দোকানের পাশ থেকে চেক লুঙ্গি ও নীল রংয়ের সার্ট পরিহিত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধার দিকে লোকটিকে এলাকায় দেখা যায়। নাম ঠিকানা জানতে চাইলে কোনো কথা বলেননি। ধারণা করা হচ্ছে লোকটি বোবা ছিলেন এবং দেখে মনে হচ্ছিল লোকটি অসুস্থ।
আজ সকালে ফুটপাতের একটি খোলা দোকানে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এবিষয়ে সদর থানার এস আই মো. মাসুদ রানা বলেন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।