স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মো. হাসান সাঈদের সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুল আলম ভূইয়া লাবলু, ডাঃ আজর আলী, সাংগঠনিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম রমজান ,সাবেক সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন খান, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি জহিরুল ইসলাম চুন্নু, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মজিবুর রহমান খান শাহীন, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শহিদুল ইসলাম খোকন, জেলা জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন পাশা, জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি আলিমুর রহমান খান সবুজ প্রমুখ।
এসময় জেলা ও উপজেলার জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।