স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতার হরিরামপুরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় হরিরামপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১০ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার সকালে আদালতের পিপি নুরতাজ আলম বাহার জানিয়েছেন।
আদালতে আত্মসমর্পণ করা আসামীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, বলড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব কামরুল হাসান ফিরোজ, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খলিল বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজু সিদ্দিকী, বাল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. শাহজাহান, গোপীনাথপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক খৈমদ্দিন,
বলড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন হোসেন, হারুকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ আবুল খায়ের জানান, ১০ আসামী আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার হরিরামপুরের বাসভবনে হামলা, ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের মারধরের ঘটনায় হরিরামপুর থানায় ৮৬ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে গত ৩১ অক্টোবর মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ভিপি দুলাল। মামলায় ওই দশজন এজাহারভুক্ত আসামি।