স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান বলেছেন ৫ই আগষ্ট কিন্তু ১৫দিনে বা একমাসে আসে নাই। এই ৫ই আগষ্ট এসেছে আমাদের ১৭ বছরের ক্লান্তিহীন আন্দোলনের ফসল হিসেবে ।
শনিবার দুপুরে সিংগাইর উপজেলার বাজনাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে সামাজিক সংগঠন রাজনাশুর ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় এলাকার ৫ শতাধিক নারী-পুরুষকে ফ্রি চিকিৎসাসেবা প্রদানসহ শীতার্ত ৩ শতাধিক ব্যক্তিকে শীতবস্ত্র কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন এই মুক্ত বাংলাদেশে আমরা একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগনের ক্ষমতায়ন হবে। জনগন তাদের ইচ্ছামত ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে সংসদে পাঠাবেন।
এসময় সংগঠন রাজনাশুর ফাউন্ডেশনের সভাপতি এ.টি.এম রাশেদ বাবুর সভাপতিত্বে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, ফাউন্ডেশনের পরিচালক ইলিয়াস মিয়া পবিত্র, সহসভাপতি মো.আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.আওলাদ হোসেন, ক্রীড়া সম্পাদক আবুল কাশেম ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আনুয়ার ইসলামসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।