স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির সাবেক প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার। একইসঙ্গে দেশ গড়ার সংগ্রাম। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
গত শনিবার (০৪ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও এর বাস্তবায়ন ও জনসম্পৃক্তিতা নিয়ে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা বিকেএস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, এখন সংগ্রাম এদেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং এ সংগ্রামে একমাত্র নেতৃত্ব দিতে পারবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের গণমানুষের দল বিএনপি।
ড. বাবলু আরো বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রান্তিক জনগোষ্ঠীসহ সর্বস্তরে জনগণের কাছে যাচ্ছি। তাঁদের বিশ্বাস ও ভালোবাসা অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সাথে বিএনপি যদি আল্লাহর রহমতে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এমনভাবে পুনর্গঠন করা হবে যেনো লক্ষ প্রাণের বিনিময়ে ২০২৪ সালের হাজারো ছাত্র-জনতা ও বিএনপির নেতা-কর্মীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ মাথা উঁচু করে দাড়ানো সত্যিকারের একটি সমৃদ্ধিশালী উন্নত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠে।
ড. খোন্দকার আকবর হোসেন বাবলু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বিএনপি তে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবারির ঠাঁই নেই। যারা বিএনপির নামে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, তাদের পুলিশে ধরিয়ে দেবেন।
বাচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াহিয়া মোল্লাহর সভাপতিত্বে দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাচামারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডা: বারেক, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম সরকারসহ দৌলতপুর উপজেলা ও বাচামারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।