স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলা শহরের ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ভাষাশহীদ রফিক স্মৃতি রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে খেলাশেষে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, জেলা কৃষকদলের সভাপতি গেলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাশীদ সামিউল ইসলাম অর্ক, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান দোলন।
আয়োজক সংগঠন ৮৮ ওয়ারিয়র্সের প্রতিনিধি, ধলেশ্বরী হাউজিং লিমিটেডের চেয়ারম্যান ও ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামরুদ্দিন আহমেদ জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার ও রফিক উদ্দিন ভুইয়া হাবু, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, ছাত্র বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান পেবেল, জেলা যুবদলের সদস্য-সচিব তুহিনুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন আহাম্মেদ কবির, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, মোস্তাফিজুর রহমান প্রিন্স, মাহবুবুল আলম উজ্জ্বল, শিহাব সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএস জিন্নাহ খান, সদস্য-সচিব রকিবুর রহমান রাকিব, জেলা মহিলাদলের সভাপতি সাবিহা হাবিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান বিশ্বাস প্রমুখ।
তিনটি ক্যাটাগরিতে ৫৬টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। উন্মুক্ত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে প্যান্টা সিক্স এবং রানার্সআপ হয়েছে গ্রীন বয়েজ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে শাওন ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে মোজাম্মেল।
সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে এসএসসি-১৯৯৬ ব্যাচ এবং রানার্সআপ হয়েছে এসএসসি-১৯৯৪ ব্যাচ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সুমন এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে মাসুদ রায়হান।
অন্য ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ২০০৪ ব্যাচ এবং রানার্সআপ হয়েছে ২০০০ ব্যাচ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সবুজ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে আব্দুল হান্নান দিনার।
এছাড়া, চারটি সিনিয়র ব্যাচকে সম্মাননা স্মারক দেওয়া হয়। সেগুলি হলো- টিম ৯০-৯১, টিম অক্সিজেন-৯২, ৯৩ বিজনেস গ্রুপ এবং ফাইনেস্ট ৯৬। বিপুল সংখ্যক নারী-পুরুষ এই খেলা উপভোগ করেন।