স্টাফ রিপোর্টার: দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন থেকে একটি ফ্রিজ কিনে লাখপতি হয়েছেন মানিকগঞ্জের মো. শাহিন। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে ঠাকুরকান্দি গ্রামের বাসিন্দা। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২২-এর অংশ হিসেবে, “আবারো মিলিয়নেয়ার” অফারের আওতায় তিনি ১ লক্ষ টাকার ক্যাশ ভাউচার জিতেছেন।
গত সোমবার (৫ মে) সকালে ওয়ালটন প্লাজা বাস স্ট্যান্ড মানিকগঞ্জ শাখায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমিন খান ভাগ্যবান বিজয়ী শাহিনের হাতে এই পুরষ্কার তুলে দেন।
এর আগে, সিজন ২২-এর অধীনে আরও বেশ কয়েকজন গ্রাহক লাখপতি হয়েছেন। এই বছর ঈদ-উল-আযহা পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন গ্রাহকরা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন।
পুরষ্কার তুলে দেয়ার আগে আমিন খান উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক ব্রান্ড ওয়ালটন। প্রত্যেক বছরই যারা শুভাকাঙ্খী রয়েছেন যারা কাস্টমার রয়েছে তাদের জন্য বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। এবার রোজার ঈদ এবং কোরবানির ঈদের যে অফারটি রয়েছে ‘আবারো মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ সে অফারটি। সে অফারে অনেকে ইতিমধ্যে মিলিয়নিয়ার হয়েছে। অনেকে লাখপতি হয়েছে। তো এরকম একজন সৌভাগ্যভান আমাদের মো. শাহিন সাহেব উনি ফ্রিজ কিনে একলক্ষ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন। এপর্যন্ত অসংখ্য মানুষ পুরস্কার পেয়েছেন এবং প্রত্যেকদিনই আমি তিনজন চারজনকে দিচ্ছি যতদুর সম্ভব আমার পক্ষে যাওয়ার। আমরা আশা করব আমরা সবাই আমাদের দেশের গৌরব ওয়ালটনের সাথে থাকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার মানিকগঞ্জ এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার দিপস চন্দ্র বিশ্বাস, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার কে. এম. আরিফুজ্জামান ও ওয়ালটন প্লাজা বাস স্ট্যান্ড শাখার ম্যানেজার জামাল উদ্দিন প্রমুখ।