1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ী কবির হোসেনকে বেধরক মারধর মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুসার ইন্তেকাল নিম্নমানের রেডিমিক্সে পিসি গার্ডার তৈরী, সিংগাইরে চান্দহর ব্রীজের নির্মাণ কাজ ৭ বছরেও সম্পন্ন হয়নি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতার বাবা ভূয়া মুক্তিযোদ্ধা অভিযোগে গেজেট বাতিলের আবেদন মানিকগঞ্জে এবার ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা সেবা অব্যাহত ছিল দৌলতপুরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এস.এ জিন্নাহ কবিরের প্রচারণা মানিকগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু মানিকগঞ্জে ২৭ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক পার্টির  জেলা সমন্বয় কমিটি গঠন  এবারও গড়পাড়া ইমাম বাড়ী থেকে বের হবে শোক মিছিল, সাংবাদিকদের সাথে মতবিনিময় তা‌রেক রহমা‌নের ঘোষিত ৩১ দফা বাস্তবায়‌নে যুবদ‌লের আলোচনা সভা

সাবেক এমপি মমতাজের বিরুদ্ধে রয়েছে হত্যাসহ হাফ ডজন মামলা, বানিয়েছেন শতকোটি টাকার সম্পদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

আব্দুল মোতালেব, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ৫ আগষ্টের পর আত্মগোপনে থাকা হত্যাসহ নাশকতার অভিযোগে হাফ ডজন মামলার আসামি সাবেক সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার হওয়ার খবর সিংগাইর তথা মানিকগঞ্জে টক অব দ্যা টাউন ।

সোমবার ( ১২ মে) রাত ১২ টায় রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পাশের এক বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মানিকগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, শিল্পী থেকে সম্রাজ্ঞী হয়েছেন সংসদ সদস্য। ছিলেন আলোচিত সমালোচিত আওয়ামী দোসর । বানিয়েছেন শতকোটি টাকার সম্পদের পাহাড়।

পিতার নাম মধু বয়াতি মাতা উজালা বেগম।সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুমে তার দেশের বাড়ি।দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নামে বেনামে জায়গা দখল, বিরোধী দলের নেতাকর্মীদের দমন নীতি,পদ বানিজ্য, নিজস্ব লোক শীর্ষ পদে রাখা ছিল মমতাজ বেগম ও তার অনুসারীদের নিয়ন্ত্রণে।

গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে দলীয় প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে মমতাজ বেগম ছিল আত্মগোপনে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সংরক্ষিত মহিলা আসনে,২০১৪ বিনা ভোটে ও ২০১৮ সালে রাতের ভোটে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্বে আছেন তিনি।

২০০৮ সালে তার পৈতৃক জমি ছিল ৪৮ শতাংশ। তখন তিনি শিল্পী। সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার পর থেকেই জমি বৃদ্ধি করতে থাকেন। এখন জমির পরিমাণ ১৩ একর।  যার বর্তমান মূল্য ৬০কোটি। এ জমির মধ্যে মহাসড়কে ঘেষা ‘মধুর আড্ডা বর্তমান দারুচিনি ‘নামের রেস্টুরেন্ট, বৈঠকখানা,’মধু উজালা ‘কোল্ড স্টোরেজ, দোতলা বাড়ী, এবং বাউল কমপ্লেক্স নির্মাণ করেছেন তিনি।

আওয়ামী লীগের ক্ষমতা কালে এসব প্রতিষ্ঠানে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ও আওয়ামীলীগ নেতা কর্মীদের আড্ডাস্থল ।

মমতাজ বেগম যখন তার বাড়িতে অবস্থান করতেন তখন তার অনুসারীরা সরগরম করে রাখতেন। এখানে থেকেই দলীয় যাবতীয় সিদ্ধান্ত হত। ২০১৩ সালে মমতাজ বেগমের ঢাকায় কোন বাড়ি ছিল না। বর্তমান ঢাকার উত্তরায় একটি ও মহাখালীতে ৬ তলা বাড়ি আছে। কানাডা টরেন্টোতে ২০২২সালে ১১কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে একটি বাড়ি।

ল্যান্ড ক্রজার ভি-৮ ,ল্যান্ড ক্রজার ,টয়োটা হাইয়েস গাড়ি রয়েছে। অথচ ২০০৭ সালে তার কোনো ব্যক্তিগত গাড়ি ছিল না। তিনি দেড় কোটি টাকার গাড়িতে চড়ে বেড়াতেন। পরিবারের সদস্যদের জন্য ছিল আলাদা আলাদা গাড়ি । সব মিলিয়ে প্রায় শতকোটি টাকার সম্পদ মমতাজ বেগমের।

এদিকে সিংগাইর ভাষা শহীদ রফিক সেতুর পার্শ্বে ধলেশ্বরী নদীতে সরকারি জায়গা মাটি ভরাট করে নর্দান পাওয়ার প্ল্যান্টের কাছে বিক্রির কথা জানা যায়। নদী রক্ষা কমিশন জমি উদ্ধারের মামলা করলে প্লান্টের মালিক ফেরৎ দিতে বাধ্য হয়।

আরো জানা যায়, মমতাজ বেগমের এমপি থাকাকালীন উপজেলায় একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে নিজস্ব বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতেন। সরকারি অফিস, দোকান পাট ,হাট বাজার, হাসপাতাল, ক্লিনিক, বাসস্ট্যান্ড, মসজিদ -মাদ্রাসা , স্কুল -কলেজ, বালু ব্যবসা সবই মমতাজের অনুসারীদের নিয়ন্ত্রণে ছিল। এসবের আইনি ও প্রশাসনিক তদারকি করতেন মমতাজ বেগম নিজেই ।

এমনকি উপজেলার ১১ টি ইউনিয়নের চেয়ারম্যানদের মনোনয়ন মোটা অংকের টাকা বিনিময়ে হতো বলে জানা যায়। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগ সবই ছিল মমতাজের হাতে।ছিল নিজের পরিবার ও আত্মীয়স্বজনের আধিক্য ।

মমতাজের সৎ ছেলে আবু নাঈম বাশারকে সিংগাইর পৌরসভার মেয়র বানিয়েছে। নিজে উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার ভাগিনা ভিপি শহীদ একই কমিটির সাধারণ সম্পাদক । ছাত্রলীগের সহ-সভাপতি মমতাজের মেয়ে রাইসা রোজ ও তার ভাতিজা জয়মন্ট ছাত্রলীগের সভাপতি ফিরোজ কবির। তার সৎ বোন ইউপি সদস্য। এদিকে জানা যায়, মমতাজকে নিয়ন্ত্রণ করতেন তার ভাগিনা সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ ওরফে ভিপি শহিদ ।

৫ আগষ্টের পর মমতাজ বেগমের বিরুদ্ধে হাতিরঝিল থানা একটি, আশুলিয়া থানা একটি , মানিকগঞ্জের হরিরামপুর থানায় একটি, সিংগাইর থানায় দু’টি ও মানিকগঞ্জ আদালতে একটি মামলাসহ হাফ ডজন মামলা হয়েছে। এসব মামলায় হত্যা ও নাশকতার অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামির দু’একজন গ্রেফতার হলেনও আত্মগোপনে ছিল মমতাজ বেগম।

উল্লেখ্য ২০২৪ সালে দলীয় নৌকা প্রতীক পেয়েও নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যায়। দলীয় প্রচারণায় বিখ্যাত চলচ্চিত্র শিল্প দিয়ে ভোট প্রার্থনা করেও কোন লাভ হয়নি ।

মমতাজ বেগমের নিজ গ্রাম জয়মন্টপ ভাকুম এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে ,মমতাজ নির্বাচনে হেরে এলাকায় কম আসতেন। ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দলীয় প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলে এর পর আর তাকে এলাকায় দেখা যায়নি। আত্মগোপনে থেকে দু’বার সোস্যাল মিডিয়ায় দেখা গেলেও পরোক্ষনে তা সরিয়ে ফেলেন । মমতাজ বেগম সরকার পতনের খবর শুনে বিকেলে জয়মন্টপের পার্শ্ববর্তী গ্রামের পৈতৃক ভিটা তার বড় ভাই এবারতের বাড়ি চরদূর্গাপূরে যান । সেখানে কিছু দিন অবস্থান করে তারপর ছদ্মবেশে বোরখা পরে আত্মগোপনে চলে যান।  

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury