স্টাফ রিপোর্টার: বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি হলেন মানিকগঞ্জের ছাব্বির। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের কোদালিয়া গ্রামের কৃতি সন্তান।
গত শনিবার (১০ মে) তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সরাসরি ভোটে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।
মানিকগঞ্জের সুনাম অর্জনে অবদান রাখায় ছাব্বিরের প্রতি শুভ কামনা জানিয়েছেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব।
এ বিষয়ে আব্দুল খালেক শুভ জানান, দলের চরম দুঃসময়ে সাব্বির নিজ জেলাসহ রাজধানীতে অনেক ত্যাগ ও সক্রিয় ভূমিকা রেখেন। তার এই বিজয়ে জেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভ কামনা।
জনপ্রিয় এই ছাত্রনেতা তার রাজনৈতিক ত্যাগ ও আন্দোলন সংগ্রামে পরিক্ষিত ভূমিকা রাখায় সফল ছাত্রনেতা হিসেবে বিশেষ সুনাম কুড়িয়েছেন।
এর আগে তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আহবায়ক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দায়িত্ব পালন করছেন বেসরকারী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে।
সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এবারের নির্বাচন ছিলো ব্যাপক উৎসব মূখর ও আনন্দ ঘন। কাউন্সিলরদের সিংহভাগ ভোট পেয়ে নির্বাচিত হন নতুন সভাপতি সাব্বির রহমান। নির্বাচনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম।
এ বিষয়ে সোনারগাঁও বিস্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সাব্বির হোসেন বিজয়ের পর শিক্ষার্থী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ছাত্রদলের উন্নয়ন এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।’ তিনি আরও বলেন, ‘বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদল কাজ করে যাবে। পাশাপাশি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমার নেতা ও অবিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ভাইয়ের প্রতি। যার দিকনির্দেশনায় আমি আজ এই সাফল্য অর্জন করতে পেরেছি।
সাব্বির হোসেনের রাজনৈতিক পথচলা শুরু হয় ২০১১ সালে শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক পঙ্কজ সরকার জয়ের হাত ধরে। তিনি নিজ এলাকা রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি পাশ করেন। পরে ২০২০ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা শেষ করেন। পরবর্তীতে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যায়ন শুরু করেন। ২০২৩ সালের ২৪ আগস্ট প্রকাশিত কমিটিতে তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।