নেহায়েত হাসান সবুজ, মানিকগঞ্জ প্রতিনিধি:
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে মানিকগঞ্জে সকল সরকারি কার্যালয়ে ৩১ দফার প্রচারণায় বই ও লিফলেট বিতরণ করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
বৃহস্পতিবার সকাল থেকেই মানিকগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সদর থানা, সড়ক ও জনপদ ভবন ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়সহ ৭ টি টিমে বিভক্ত হয়ে জেলার ছোট বড় সকল সরকারি অফিসে এ প্রচারণা চালানো হয়।
টিমের অনান্য সদস্যরা ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ- সভাপতি আলমগীর কবির, মিয়া মোহাম্মদ ঝলক, মোরতাসিম বিল্লাহ, কামরুজ্জামান আসাদ, রোকনুজ্জামান রোকন, এজাজ শাহ্, সুরুজ মন্ডল, আলী হাওলাদার, মাহি বিস্বাস, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব প্রমূখ।