সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর পৌর সভার সাবেক মেয়র, পৌর বিএনপির সভাপতি ও মানিকগঞ্জ জেলা জর্জ কোর্টের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাড. খোরশেদ আলম ভূঁইয়া জয়ের বাসায় এক ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার (১৮ মে) ভোর রাত ৩ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভার সাবেক মেয়রের ঘোনাপাড়ার বাসায় ১০/১২ এক সশস্ত্র দল সবাই কে অস্ত্রের মুখে জিম্মি করে। এবং প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায় বলে জানান এ্যাড. খোরশেদ আলম ভূঁইয়া জয়।
তিনি আরো বলেন সবাই মুখোশধারী অস্ত্রে সজ্জিত ছিল। পরক্ষণে পুলিশকে খবর দিলে আসার আগেই সবাই পালিয়ে যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ ওসি জেও এম তৌফিক আজম বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম ডাকাতদল পালিয়ে যায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব ।