মো:হাসান শিকদার, বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার (২০মে) মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে প্রশাসনের কর্মকর্তা, কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের মানিকগঞ্জ জেলা শাখার সদস্যবৃন্দ,বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যবসায়ী প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধদের মাঝে বিস্তারিত ধারণা তুলে ধরা হয়।
সেমিনারে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আতিকুল মামুন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি এবিএম শামসুন্নবী তুলিপ, ক্যাবের কোষাধ্যক্ষ ও গণমাধ্যম কর্মী শাহিন তারেক, সুশাসনের জন্য নাগরিক ( সুজন) মানিকগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক ও ক্যাবের নির্বাহী সদস্য মোঃ হাসান শিকদার সহ আরও অনেকে।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরে উন্মূক্ত আলোচনায় রাজনীতিবীদ, সাংবাদিক, পেশাজীবি, জেলা পুলিশের প্রতিনিধি, কৃষি কর্মকর্তার ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যবসায়ী প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
সভায় ক্যাবের নির্বাহী সদস্য মোঃ হাসান শিকদার বলেন, ” জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল সংকট থাকলেও বৃত্তের বাহিরে বের হয়ে সকল শ্রেণী পেশার মানুষদের সাথে নিয়ে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের পাশাপাশি শিক্ষার্থী ও যুবকদেরও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিষয়ে সচেতন করে তুলতে হবে হবে।
গণমাধ্যম কর্মী ও ক্যাবের এর অর্থ সম্পাদক শাহীন তারেক বলেন,” হসপিটাল এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে। ওষুধ কেনার সময় আগে ১০% কমিশন দেওয়া হতো। বর্তমানে তা দেয়া হচ্ছে না এর পিছনে কারা দায়ী তা বের করতে হবে।
ক্যাবের সভাপতি এবিএম শামসুন্নবী তুলিপ বলেন, ” ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর কঠোর বাস্তবায়নের মাধ্যমে ভোক্তাদের অধিকার নিশ্চিত করা সম্ভব। জেলা শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে ধারণা দিতে হবে। এবং কোথাও কোন প্রকার আইন লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।
মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস উক্ত মত বিনিময় সভায় বলেন, ” আইন করে এবং শুধু মাত্র সেমিনার করে ব্যবসায়ীদের ভালো করা যাবে না। এখন সময় এসেছে সবাইকে নিজেদের জায়গা থেকে ভালো হয়ে যেতে হবে। অন্যকে ঠকানোর মনোভাব পরিহার করে ভোক্তার অধিকার নিশ্চিত করতে হবে। আগের থেকে ব্যবসায়ীরা অনেকটা সচেতন হয়েছে আমরা চাই আগামীতে আরো বেশি সচেতনতার সাথে তারা ব্যবসা পরিচালনা করুক। পাশাপাশি বিভিন্ন সময়ে যে অভিযোগগুলো আসে প্রশাসনের সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন বলেন,” সামনে ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। যেন কেউ সিন্ডিকেট করে সাধারণ ভোক্তাদের কি করতে না পারে। প্রশাসন সব সময় ব্যবসায়ী এবং ভোক্তাদের পাশে থেকে সমন্বয় সাধন করে যাচ্ছে সকল ধরনের ভোক্তাদের সহযোগিতা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করবে।” সেমিনারে সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ ও ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেন প্রশাসনের এই কর্মকর্তা।