হাসান শিকদার, বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে বিভিন্ন প্রান্ত থেকে অনার্সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে জেলার বিভিন্ন ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ শনিবার (৩১মে) সকাল থেকেই ভর্তি পরিক্ষা কেন্দ্র সরকারি দেবেন্দ্র কলেজের মূল ফটকে পরীক্ষার্থীদের মাঝে পানি, কলম এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এতে অংশ নেয়া সংগঠনগুলোর মধ্যে ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধন।
সকালে শুরু হওয়া এই উদ্যোগটি পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের অনেকেই জানান, এমন সহায়তা তাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব করেছে।
আয়োজক সংগঠনগুলোর নেতারা জানান, ভর্তি পরীক্ষার দিন শিক্ষার্থীরা যেন কোনো প্রকার দুর্ভোগে না পড়ে, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন তারা।
এই মানবিক উদ্যোগে স্থানীয় মানুষ ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।