স্টাফ রিপোর্টার: অবশেষে মানিকগঞ্জের সাটুরিয়ার মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডের গরম গ্যাসে ধানক্ষেত ক্ষতিগ্রস্ত ৩৬ জন কৃষক ক্ষতিপূরণ পেয়েছেন। বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
গত রোববার (১ জুন) অফিস চলাকালে সাটুরিয়া উপজেলা কৃষি দপ্তর থেকে কৃষকদের মাঝে ১ লাখ ৯৪ হাজার ৯৭৮ টাকা বিতরণ করা হয়।
এর আগে গত ২০ মে ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে অভিযুক্ত ইটভাটাটির বিরুদ্ধে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ভাটার সব কার্যক্রম এবং বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ।
এ ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে ভুক্তভোগী কৃষকেরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
তিন ফসলি জমিতে দীর্ঘদিন ধরে যমুনা ব্রিকস ফিল্ড পরিচালিত হয়ে আসছিল। এর গরম গ্যাস ও কালো ধোঁয়ায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ধানসহ বিভিন্ন ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়ে।
ভুক্তভোগী কৃষক মো. শামীম বলেন, ‘ক্ষতিপূরণের টাকা পেয়ে আমরা খুশি। পাশে থাকার জন্য প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানাই।’
ভাটার মালিক আবুল কালাম জানান, গতকাল নির্ধারিত দিনে ৩৬ জন কৃষকের মধ্যে ক্ষতিপূরণের পুরো টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিয়েছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়েছে।’