স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের ঘিওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে সূর্য রানী সরকার (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তাঁর সাথে থাকা দশ বছরের ছেলে ও অপর এক নারী আহত হয়েছেন।
রবিবার (১ জুন) বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত সূর্য রানী এবং আহত তাঁর ছেলে বাঁধন (১০), প্রতিবেশী মায়া রানী সরকার (৪০) মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সূর্য রানী সাইংজুরী গ্রামের যোগেশ সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে বাড়ির পাশের মাঠে ছেলেকে সাথে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে যান সূর্য রানী। ঘাস কাটার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়।
স্থানীয় লোকজন ওই তিন জনকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সূর্য রানীকে মৃত ঘোষণা করেন।
বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান মোঃ আওয়াল খান ঘটনা নিশ্চিত করে বলেন, “ অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে আমরা সকল ধরনের সহায়তা করছি।