স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদকে (৩৪) রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।
আজ সোমবার (২ জুন) সকালে দৌলতপুর উপজেলার নিরালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফরিদ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং সাটুরিয়া উপজেলার আকাশি এলাকার মৃত নুর মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক পরিচয় ব্যবহার এলাকায় বিভিন্ন অপকর্মে করে আসছিল। এছাড়া দুইমাস আগে জুয়া খেলার সময় সাটুরিয়া থেকে র্যাবের হাতে গ্রেফতার হন।
এসব বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, দৌলতপুর থানার একটি রাজনৈতিক মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি আল মামুন।