,সিংগাইর ( মানিকগঞ্জ) প্রতিনিধি: প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায় মানিকগঞ্জের সিংগাইরে ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২ জুন) সকাল সাড়ে ১১ টায় সিংগাইর উপজেলা অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইউএনও মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা অতিরিক্ত পরিচালক মো. খোরশেদ আলম।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুল বাশার চৌধুরী। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী শহিদুল ফেরদৌসের পরিচালনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কৃষক তাজুল ইসলাম,আলমগীর হোসেন,শিরীন আক্তার ও শাহনাজ বেগম কৃষি নিরাপদ খাদ্য,পরিবেশসম্মত সবজি উৎপাদন ও পুষ্টি নিয়ে সচেতনতাসহ তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – সমবায় অফিসার মো. জহিরুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেক। উপজেলার আটটি গ্রুপের ২০০ কৃষক সভায় অংশগ্রহণ করেন।