স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী টহল ও তদারকি কার্যক্রম শুরু করেছে ।
আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টা থেকে এ কার্যক্রম শুরু হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত তরা, বানিয়াজুড়ি, পুখুরিয়া, মহাদেবপুর, বরংগাইল, টেপড়া, উথুলী এবং পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
এবিষয়ে মানিকগঞ্জ সেনা ক্যাম্পের মেজর রাফিউল চৌধুরী জানান, “ঈদের আগে ৪ দিন ও ঈদের পর ৩ দিন সেনাবাহিনী সড়ক ও নৌপথে দায়িত্ব পালন করবে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর নজরদারি চলবে।”
তিনি আরও বলেন, “যাত্রাপথে যাত্রীদের নিরাপত্তা, যান চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং দালালচক্র বা অসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে সরেজমিনেও দেখা গেছে এমনই চিত্র। সেনাসদস্যরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচল পর্যবেক্ষণ করছেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে ভাড়া যাচাই করছেন।
এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করে যাত্রী ও স্থানীয়রা বলেন, “সেনাবাহিনী আসার পর যাত্রাপথ অনেকটাই শৃঙ্খলায় এসেছে। আগে যেভাবে অতিরিক্ত ভাড়া চাইত, এখন আর তেমনটা হচ্ছে না।