স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন পর আবারও অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের (BNA ) নির্বাচন-২০২৫। সারা দেশের মত মানিকগঞ্জেও চলছে ভোট গ্রহণ।
আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট প্রদানের সময় থাকলেও সার্ভার জটিলতায় পরে তা ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এদিকে মানিকগঞ্জ নার্সিং কলেজে এই নির্বাচন উপলক্ষে একটি হেল্প ডেস্ক করা হয়েছে।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ছয়জন প্রার্থী নিয়ে গঠিত দুটি পূর্ণাঙ্গ প্যানেল। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন, আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন চারজন প্রার্থী। এবারের নির্বাচনে মোট ছয়টি পদ রয়েছে এবং প্রত্যেকটি পদেই একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণের প্রস্তুতি থাকলেও বিদ্যুৎ এবং সার্ভার জটিলতায় ভোটে কিছুটা বিঘ্ন ঘটে।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি প্রার্থী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং কর্মকর্তা মো. শাহিনুর রহমান শাহিন বলেন, সকাল থেকেই সাভারের কারণে আমাদের নার্সরা ভোট দিতে পারছেন না । তারপরেও মাঝে মাঝে ভোট হচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রে জানানোর পরে টাইম বাড়িয়ে দেয়া হয়েছে। আমরা আশা করি সুস্থ ও সুশৃঙ্খলভাবে আমাদের নার্সরা ভোট দিবে বলে আমরা আশা রাখি। তবে আমাদের প্রতিদ্বন্দ্বিরা তারা কিছু লোক এনে উষ্কানিমূলক কথা বলছে যেটা ভোটে বিরুপ প্রভাব ফেলতে পারে। তবে আমি আশা করি ভোটে আমি জয়লাভ করব।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরেক নার্সিং কর্মকর্তা শেফালী আক্তার বলেন, সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে কিন্তু সাভারের ডিস্টার্বের কারণে ঠিকমত ভোট দেয়া যাচ্ছেনা। আর জানতে পারছি যে দুই ঘন্টা বাড়িয়ে দেয়া হচ্ছে এজন্য আমরা খুশি। আর সবাইকে আহবান জানাবো সবাই যেন স্বতঃফুর্তভাবে যার যার মোবাইল থেকে ভোট দেয়। এখানে হুমকি ধামকি বা ভয়ের কোন কারণ নেই। যার যার ভোট সে স্বাধীন ভাবে দিতে পারবে। সবাই শান্ত পরিবেশে সুন্দর ভাবে ভোট দিচ্ছে। বিজয়ের ব্যাপারে আমি হান্ডেট পার্সেন্ট আশাবাদী।
সাধারণ সম্পাদক প্রার্থী মো. জামাল উদ্দিন বলেন, ভোটের পরিবেশটা সুষ্ট ও সুন্দর আছে। জয় পরাজয়টা আল্লাহর হাতে। আমি আশাবাদী ইনশাআল্লাহ আমি ভোটে জয়ী হব। তবে তিনিও সাভারে কারণে ভোট দিতে না পারার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
আরেক সাধারণ সম্পাদক প্রার্থী রওশনা মাহমুদা বলেন, সাভারের কারণে কিছুটা সমস্যা হচ্ছে তবে আমরা আশা করি সবাই ভাল ভাবে ভোট দিতে পারব। আমি এই হাসপাতালের সিনিয়র একজন নার্স । আমার নিজের প্রতি ফুল কনফিডেন্স আছে। আল্লাহর রহমতে আমি জয়ী হবো আশা রাখি।
ভোটারদের মধ্যেও নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি রয়েছে প্রত্যাশা। নতুন নেতৃত্ব নার্সদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে দৃশ্যমান পরিবর্তন আনবে।
এদিকে বাকী পদগুলোতেও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মানিকগঞ্জ জেলার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন নার্সিং কলেজের অধ্যক্ষ মোস্তা নুর সুলতানা , সহকারী রিটার্নিং কর্মকার্তা আনিসুর রহমান ভূইয়া ও পলি রাণী দাস।