স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানিকগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিশারীর উদ্বোগে মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন।
আজ বুধবার (৪ জুন) সকালে বেউথা এলাকায় প্রতিষ্ঠিত দিশারী স্কুলে এই মেহেদী উৎসব হয়।
এসময় উপস্থিত ছিলেন দিশারী উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, উপদেষ্টা ও আমার দেশের জেলা প্রতিনিধি আকরাম হোসেন, উপদেষ্টা ও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ড. ফারুক হোসেন, দিশারীর সভাপতি হাসান সিকদার, সাধারণ সম্পাদক স্বপন মিয়া সহ অন্যান্যরা।
সভায় রিক্তা খাতুন বলেন, ঈদের আগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এধরনের আয়োজন খুবই ভালো। তবে অনেকের শরীরে এলার্জি থাকে সেটা খেয়াল করে মেহেদী নিতে হবে। এই স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার উন্নয়নে সহযোগিতা থাকবে।