স্টাফ রিপোর্টার: প্রতি বছরের মত এবারও মানিকগঞ্জের পারিল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুন্যের আলো মানবিক সংস্থার উদ্যোগে দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে সিংগাইর উপজেলার পারিল নূর মহসিন বিদ্যায়তন মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুরকানিয়া দারুল উলুম ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এনায়েত উল্লাহ, নূর মোহসিন বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রফিক, সিনিয়র সহকারী শিক্ষক মো: আমির হোসেন, বলধারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিকদার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো: সুমন দেওয়ান, সহ-সভাপতি মো: রাজা, সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ সংগঠনের অন্যান্যরা।
উল্লেখ্য তারুণ্যের আলো মানবিক সংস্থা ২০২১ সাল থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী মিজানুর রহমান জুয়েলের সার্বিক দিকনির্দেশনায় এলাকার দু:স্থ ও অসহায় মানুষের ঘর নির্মান, শিক্ষাবৃত্তি, বন্যায় ত্রাণ সামগ্রী বিতরণসহ ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।