স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে আফরোজা খানম রিতাকে আহবায়ক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা বিএনপি’র ৬১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫জুন) বিকেলে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্ণাঙ্গ এই আহবায়ক কমিটিতে সদস্য সচিব না করে বাকী ৬০ জনকে সদস্য করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এস এ জিন্নাহ কবীর, এ্যাড. আজাদ হোসেন খান, মো. আতাউর রহমান আতা, এ্যাড. আ. ফ. ম নূরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন,গোলাম আবেদীন কায়সার, এ্যাড. মোকসেদুর রহমান, এ্যাড. আতাউর রহমান ভূইয়া ফরিদ, আব্দুল বাতেন, ড. খন্দকার আকবর হোসেন বাবলু, আব্দুল কুদ্দুস খান মাখন, মোশাররফ হোসেন শিকদার, এস. এম. এম. ইকবাল হোসেন, গোলাম কিবরিয়া সাইদ, নাসির উদ্দিন আহমেদ যাদু, আবিদুর রহমান খান রোমান, আব্দুস সালাম বাদল, আলী আশরাফ, গাজী হাবিব হাসান রিন্টু, হামিদর রহমান দুলাল, রফিক উদ্দিন ভূইয়া হাবু, আব্দুল হক মোল্লা, এ্যাড. আব্দুল আউয়াল, এ্যাড. আরিফ হোসেন লিটন, শামীম আল মামুন, ডাঃ মো. জিয়াউর রহমান জিয়া, আসাদুজ্জামান খান দোলন, রিয়াজ মাহমুদ হারেজ, সাবিহা হাবিব, এ্যাড. মহিউদ্দিন স্বপন, গোলাম মোস্তফা খান রতন, রহমত আলী বেপারী লাভলু, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল হান্নান মৃধা, মীর মানিকুজ্জামান মানিক, এ্যাড. খোরশেদ আলম ভূইয়া জয়, নুরুল ইসলাম নুরু, আবুল বাশার সরকার, এ্যাড. ওয়াজেদ আলী মিষ্টার, মো. মিজানুর রহমান লিটন, মো. বাবুল হোসেন, দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, মো. আলাউদ্দিন আব্দুল গফুর, মো. আমজাদ হোসেন, খান মো. হাবিবুল আলম মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, আব্দুস সোবহান, এ্যাড. নুরুল ইসলাম কন্টু,মো. লোকমান হোসেন, এ্যাড. সানিজিদা রহমান ছন্দা, শফিকুল ইসলাম শফিক, কাজী মোস্তাক হোসেন দিপু, মো. তুহিনুর রহমান তুহিন, জিয়া উদ্দিন আহমেদ কবীর, এ্যাড. জিন্নাহ খান, এ্যাড. রকিবুর রহমান রাকিব, আব্দুল খালেক শুভ, ও সিরাজুর রহমান খান সজীব।
উল্লেখ্য, এই বছরের ২ ফেব্রুয়ারি আফরোজা খানম রিতাকে আহবায়ক করে ৬ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রায় চার মাস পরে আজ এ কমিটিকে পূর্ণাঙ্গ করা হলো।