স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে মারধর এবং হত্যা চেষ্টা মামলায় যুবলীগ নেতা দ্বীন মোহাম্মদ ছোটন ওরফে পিস্তল ছোটনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দ্বীন মোহাম্মদ ছোটন সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকার মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
জানা গেছে, প্রবাসী বড় ভাই নূর মোহাম্মদ (৩৫) প্রবাস জীবন শেষ করে বাড়িতে আসলে (২৪ মে) ঐ দিনই তার আপন ছোট ভাট দ্বীন মোহাম্মদ ওরফে ছোটন (৩৩) বড় ভাইয়ের ওপর মারধর এবং হত্যা চেষ্টা চালায়। এই ঘটনায় বড় ভাই নূর মোহাম্মদ আত্নরক্ষা করে মানিকগঞ্জ সদর থানায় ছোট ভাইয়ের নামে একটি হত্যা চেষ্টা মামলা করেন। এই মামলায় গতকাল রাতে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
খোঁজ নিয়ে যানা গেছে, থানায় তার নামে ইতোপূর্বের একাধিক অভিযোগ আছে। আওয়ামীলীগ সরকারের সময় প্রভাব খাটিয়ে এলাকায় সামাজিক কাজে বাঁধা দেওয়ায় তার নামে স্থানীয় গ্রামবাসী মানববন্ধন করেছে এবং গ্রামবাসী তার অতিষ্ঠতায় গণস্বাক্ষর দিয়ে প্রশাসনকে একাধিকবার অবহিত করেছে। তিনি যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজার প্রভাব খাটিয়ে এবং এলাকায় প্রকাশ্যে আগ্নেআস্ত্র (পিস্তল) প্রদর্শন করে মানুষকে ভয়-ভীতি দেখাতো। পিস্তলসহ তার ছবি সামাজিক মাধ্যমে একাধিকবার ভাইরাল হয়েছে। পট পরিবর্তেন পর স্থানীয় বিএনপি নেতাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন এই ছোটন।
বড় ভাই নূর মোহাম্মাদের অভিযোগ, প্রবাসে থাকার সময় থেকে আপন ছোট ভাই দ্বীন মোহাম্মদ ওরফে ছোটনের সাথে তার পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোদ সৃষ্টি হয়। এ বিরোধ থেকে সম্পর্কের অবনতি। সম্পত্তি নিয়ে ভাইয়ের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় অজস্রবার ছোট ভাইয়ের কাছ থেকে দেশে ফিরলে মেরে ফেলার হুমকি পেয়েছেন। প্রবাস জীবনে উপার্জনকৃত অর্থ ছোট ভাইকে ব্যবসার জন্য দিয়েছেন তিনি। সে টাকা পয়সার কোন হিসাব দিচ্ছে না ছোট ভাই বরঞ্চ বাবা-মায়ের রেখে যাওয়া পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার পায়তারা চালাচ্ছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত দ্বিন মোহাম্মদ ছোটনের বিরুদ্ধে তার আপন বড় ভাই প্রবাসী নূর মোহাম্মদ মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’